আব্দুল মান্নান তালিব রচিত ‘হাতি সেনা কুপোকাত’ যা শিশু-কিশোর মনের ভাবনাকে বিশেষভাবে ইসলামী আদর্শের অনুকুলে পরিচালিত করতে সক্ষম হবে। তিনি গল্পগুলোকে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন, যা পড়ে শিশু-কিশোররা কেবল অনুপ্রাণিতই হবে না; একই সাথে গল্পের নির্যাস গ্রহণ করে নিজেদের জীবন চলার পথে আদর্শিক মান বজায় রাখতে সক্ষম হবে।
কার্টুনবিষয়ক বই শিশুদের দারুণ প্রিয়। কার্টুন বইয়ের মাধ্যমে শিশুদের কাছে শিক্ষণীয় বিষয়সহ আমাদের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় দর্শন প্রভৃতি তুলে ধরতে পারি অনায়াসেই। এই উপলব্ধি থেকে প্রখ্যাত লেখক, ইতিহাসবিদ ও নাট্য ব্যক্তিত্ব আসকার ইবনে শাইখ রচিত ‘দেওয়ানা মদিনা’। এই বইটি রচিত হয়েছে মূলত আমাদের জনপ্রিয় লোকগাঁথা-ভিত্তিক ‘আলাল-দুলাল’ কাহিনিটি নিয়ে।
শিশু-কিশোররা সমাজের চারপাশের নানা জিনিস সম্পর্কে জানতে চায়। তাদের সেই জানার আগ্রহ অনেকখানি মেটায় শিশুসাহিত্য। এসবের মধ্য দিয়ে সে চেনা-জানা জগৎটাকে নতুন করে বুঝতে শেখে। গল্পের অনেক চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে বেড়ায়। ফলে এসবের এ মধ্য দিয়ে আপন জগৎটাকে সে উপলব্ধি করতে পারে। সেই উপলব্ধি থেকে লেখক প্রতিটি গল্পে চরিত্রকে নির্মাণ করেছেন।
‘গল্প হলেও গল্প নয়’ শিশু-কিশোরদের জন্যে লেখা নবীদের কাহিনি। যুগে যুগে আল্লাহ তাঁর পরিকল্পনার আলোকে পৃথিবীতে অসংখ্য নবী-রাসূল পাঠিয়েছেন। আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে তাঁদের অনেক পরীক্ষা দিতে হয়েছে। এ পরীক্ষাগুলো যেমন কঠিন তেমনি শিক্ষণীয় বটে। রাসূলদের জীবনের সত্য ঘটনা নিয়ে লেখা এ গল্পগুলো থেকে আমাদের শিশু-কিশোররা নিশ্চিত আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।
Reviews
There are no reviews yet.