পরিচিতি
জাতির আত্মজিজ্ঞাসা, আত্মানুসন্ধান, জ্ঞান আহরণ ও সম্প্রসারণ, সুস্থ ও নৈতিকতা সম্পন্ন মানব সম্পদ তৈরি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বই প্রকাশ ও বিপণনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ কো–অপারেটিভ বুক সোসাইটি লিঃ। সৃজনশীল বই প্রকাশ, দুষ্প্রাপ্য বই সংগ্রহ, মুদ্রণ ও বিপণনের মাধ্যমে আমাদের জাতিসত্ত্বা ও মননের বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উদ্দেশ্যে ১৯৪৯ সালের ৩১ আগস্ট ইন্ডিয়ান সিভিল সার্ভিস (আইসিএস) মরহুম নিয়াজ মোহাম্মদ খান (এন.এম. খান) বাংলাদেশ কো–অপারেটিভ বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরে নিবন্ধিত ১,৮৯,৩৭০টি প্রাইমারি সমবায় সমিতির মধ্যে বাংলাদেশ কো–অপারেটিভ বুক সোসাইটি লিঃ একটি প্রাইমারি সোসাইটি হলেও বুক সোসাইটি স্বীয় কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রীয় কো–অপারেটিভ সোসাইটির মর্যাদাসম্পন্ন একটি প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে। বাংলাদেশ কো–অপারেটিভ বুক সোসাইটি লিঃ সারা বাংলাদেশে নিবন্ধিত কো–অপারেটিভ সোসাইটিগুলোর মধ্যে একমাত্র কো–অপারেটিভ সোসাইটি; যা জনগণের মধ্যে জ্ঞান বিতরণ ও সৃজনশীল মনন বিকাশে প্রকাশনা শিল্প, পুস্তক প্রকাশনা ও বিপনণের সাথে জড়িত। আরও উল্লেখ্য যে, সমবায় অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ২০১৪ সালের ডায়েরিতে সারা দেশের উল্লেখযোগ্য ১২টি শীর্ষ ও গুরুত্বপূর্ণ সমবায় সমিতির মধ্যে বাংলাদেশ কো–অপারেটিভ বুক সোসাইটি অন্যতম শীর্ষস্থানের গৌরবের অধিকারী। জাতিসত্তা বিকাশের লক্ষ্যে সোসাইটির জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, সাহিত্য–সংস্কৃতি, ঐতিহাসিক ও সামাজিক উপন্যাস, ছোটগল্প, সমাজ, দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয়, রম্যরচনা, রাজনৈতিক, ভ্রমণ, শিশুতোষ, কবিতা, নাটিকা, আইন, বীমা, চিকিৎসা ইত্যাদি বিষয়ে সৃজনশীল বই প্রকাশ করে আসছে। বর্তমানে বুক সোসাইটিতে ৩৩০–এর অধিক প্রকাশিত বই রয়েছে।
সোসাইটির সম্মানিত পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডার, কর্মকর্তা–কর্মচারী ও সোসাইটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সোসাইটি বর্তমানে সমবায় জগতে স্বীকৃত একটি অনন্য সমবায় প্রতিষ্ঠান হিসেবে স্ব–মহিমায় প্রতিষ্ঠিত ও জাতীয়ভাবে স্বীকৃত।
সোসাইটির প্রধান কার্যালয় নিয়াজ মঞ্জিল ৯২২, জুবিলী রোড, চট্টগ্রামে অবস্থিত। মতিঝিল কার্যালয় ১২৫ মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত। মতিঝিল কার্যালয় থেকেই সোসাইটির প্রকাশিত বইসমূহ মুদ্রণ, প্রদর্শন, বিপণন কেন্দ্র ও বইয়ের কেন্দ্রীয় সংগ্রহশালা এবং ঢাকা ও প্রধান কার্যালয়ের যাবতীয় কর্মতৎপরতা পরিচালিত হয়ে থাকে। মতিঝিলস্থ বুক সোসাইটি ভবনের নীচ তলায় সোসাইটির ঐতিহ্যবাহী প্রেস বিভাগ অবস্থিত। আধুনিক ছাপাখানা ও নিজস্ব বাঁধাই খানার সমন্নয়ে গঠিত প্রেস থেকে সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সকল মুদ্রণকাজসহ সোসাইটির নিজস্ব প্রকাশনার মুদ্রণ কাজ করা হয়।
ঢাকার ঐতিহ্যবাহী নিউমার্কেট এবং সর্ববৃহৎ পাইকারি বইয়ের মার্কেট বাংলাবাজারে সোসাইটির দুইটি বিক্রয়কেন্দ্র রয়েছে। বিক্রয়কেন্দ্র দুটিতে সোসাইটির প্রকাশিত বই ছাড়াও বিভিন্ন প্রকাশনার সহস্ত্রাধিক আইটেমের বই রয়েছে। এখানে পাইকারি ও খুচরা বই বিক্রয় করা হয়।
সোসাইটির প্রোফাইল
প্রতিষ্ঠাকাল :
নিবন্ধন নং :
রেজিস্টার্ড অফিস :
অনুমোদিত মূলধন :
পরিশোধিত মূলধন :
সঞ্চয় আমানত :
সর্বশেষ বছরে নীট লাভ :
শেয়ার বিনিয়োগ :
শেয়ারহোল্ডার সংখ্যা :
সর্বশেষ এজিএম :
সর্বশেষ নির্বাচন :
প্রকাশিত বইয়ের সংখ্যা :
কার্যক্রম এলাকা :
৩১ আগস্ট, ১৯৪৯
১৭১ সি
৯২২ জুবিলি রোড, চট্টগ্রাম-৪০০০
৫,০০,০০,০০০.০০
১২,৮৭,০০০.০০
৩৪,০৬,০৩৬.০৫
১,৪৯,৭০,৬৯৬.০০
৬,১০০.০০
১২৮৭
৪ ডিসেম্বর ২০২০
২ মে ২০০৩
২৭৫
সমগ্র বাংলাদেশ