তারার গগন’ ‘সাজজাদ হোসাইন খানের কিশোর কবিতাগ্রন্থ। তিনি কবিতার মাধ্যমে কিশোর মনের স্বপ্ন আঁকেন। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর প্রকৃতির মধ্য শেকড়ের সম্মিলন ঘটান। তিনি জাদুময় ছন্দের আহবানে কিশোর মনে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। এ গ্রন্থের প্রতিটি কবিতা আশা-আকাক্সক্ষায় উজ্জীবিত করে এবং স্বপ্নের সেতু নির্মাণের যোগসূত্রতা তৈরি করে।
কবি হাসান আলীম রচিত অলংকারময় চিত্রকল্পে সমৃদ্ধ একটি কিশোর কবিতার বই ‘কিশোর কলি’। তাঁর কবিতায় প্রকৃতি, দেশপ্রেমের পাশাপাশি নতুন করে জীবন গঠনের তাগিদ লক্ষণীয়। নীতি-নৈতিকতা, আদর্শ মনন গঠন আর আগামীর পৃথিবী গড়তে কিশোর মনে ভাবনার দোলা দেবে কবির প্রতিটি পঙক্তিমালা।
জাকির আবু জাফরের কিশোর কবিতার বই ‘জোনাকি আগুন’। তাঁর কবিতায় নিজস্ব বোধ-বিশ্বাস, ঐতিহ্য, প্রকৃতি সর্বোপরি দেশপ্রেমের প্রগাঢ় উচ্চারণ ধ্বনিত। কিশোর মনন গঠন, জীবন গঠনে রঙিন স্বপ্ন আঁকা এবং জীবনকে জীবনের সাথে মিলিয়ে দেওয়ার এক অদ্ভুত আকর্ষণে এ গ্রন্থের প্রতিটি কবিতা ঋদ্ধ।
Reviews
There are no reviews yet.