স্বদেশপ্রেম শুধু বিমূর্ত একটি আদর্শই নয়, এটি স্বদেশকল্যাণের প্রদীপ্ত প্রত্যয়ও বটে। আমরা জানি শিশুরাই আগামীর আশার প্রতীক। শিশুদের সঠিকভাবে গড়ে তোলার উপর অনাগত দিনগুলোর সৌন্দর্য অনেকখানি নির্ভর করে। তাদেরকে সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দায়িত্ব সকলের। আর সে বিবেচনাবোধ থেকে কবি নূরুল হক শিশু-কিশোরদের জন্য দরদ দিয়ে লিখেছেন ‘এ দেশ আমার লাল সবুজে আঁকা’।
‘সময় ছিল দুপুর’ আবদুল হাই শিকদারের কিশোর কবিতার বই। কবি এ বইয়ের প্রতিটি কবিতায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ষড়্ঋতুর রূপ-লাবণ্য, নতুন জীবনের হাতছানি শিশু-কিশোরদের সামনে অতি আদরীয় করে ফুটিয়ে তুলেছেন। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দ্বীপ্ত চেতনায় উদ্ভাসিত হবে প্রতিটি শিশু-কিশোর।
জাকির আবু জাফরের কিশোর কবিতার বই ‘জোনাকি আগুন’। তাঁর কবিতায় নিজস্ব বোধ-বিশ্বাস, ঐতিহ্য, প্রকৃতি সর্বোপরি দেশপ্রেমের প্রগাঢ় উচ্চারণ ধ্বনিত। কিশোর মনন গঠন, জীবন গঠনে রঙিন স্বপ্ন আঁকা এবং জীবনকে জীবনের সাথে মিলিয়ে দেওয়ার এক অদ্ভুত আকর্ষণে এ গ্রন্থের প্রতিটি কবিতা ঋদ্ধ।
Reviews
There are no reviews yet.