‘স্বপ্নের ঠিকানা’ গ্রন্থটি জ্ঞানার্জনের পাশাপাশি ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’-এ প্রত্যয়ে উদ্বুদ্ধ করবে আমাদের তারুণ্যকে, যা তাদের দেবে আলোকিত পথের দিশা। লেখক অনেক স্মৃতিময় ঐতিহাসিক ঘটনার বৃত্ত এঁকে শিক্ষামূলক অজানা কাহিনির আড়ালে এঁকেছেন দেশ ও জাতিকে গড়ার স্বপ্ন। বিবৃত করেছেন নানান জানা অজানা প্রেক্ষাপট।
‘গল্প হলেও গল্প নয়’ শিশু-কিশোরদের জন্যে লেখা নবীদের কাহিনি। যুগে যুগে আল্লাহ তাঁর পরিকল্পনার আলোকে পৃথিবীতে অসংখ্য নবী-রাসূল পাঠিয়েছেন। আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে তাঁদের অনেক পরীক্ষা দিতে হয়েছে। এ পরীক্ষাগুলো যেমন কঠিন তেমনি শিক্ষণীয় বটে। রাসূলদের জীবনের সত্য ঘটনা নিয়ে লেখা এ গল্পগুলো থেকে আমাদের শিশু-কিশোররা নিশ্চিত আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।
পারস্য কবি হাকিম নিজামীর কাব্য অবলম্বনে রচিত ‘সাধু-শয়তান’ কাহিনির মূল নাম ‘খায়র অশার’ তথা কল্যাণ ও অনিষ্ট। এই কাহিনির গদ্যরূপটি নেওয়া হয়েছে মেহদী আজার ইয়াজদী রচিত গদ্য কাহিনি থেকে। অত্যধিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ার এসব গল্প-কাহিনির মাধ্যমে মানুষকে সৎ, সত্য ও সুন্দর পথে টেনে আনার প্রয়াস চালিয়ে গেছেন।
আব্দুল মান্নান তালিব রচিত ‘হাতি সেনা কুপোকাত’ যা শিশু-কিশোর মনের ভাবনাকে বিশেষভাবে ইসলামী আদর্শের অনুকুলে পরিচালিত করতে সক্ষম হবে। তিনি গল্পগুলোকে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন, যা পড়ে শিশু-কিশোররা কেবল অনুপ্রাণিতই হবে না; একই সাথে গল্পের নির্যাস গ্রহণ করে নিজেদের জীবন চলার পথে আদর্শিক মান বজায় রাখতে সক্ষম হবে।
এ গ্রন্থ শিশু-কিশোরদের জন্যে লেখা রাসূলের জীবনের খণ্ড চিত্রের গল্পকথা। রাসূলের জীবনীতে ছড়িয়ে ছিটিয়ে আছে কতই-না সুন্দর সুন্দর সত্য গল্প-কাহিনি। এগুলো যদি গল্পের মতো করে কোমলমতি শিশু-কিশোরদের হাতে তুলে দেয়া যায় তাহলে তারা শিখবে, জানবে এবং মানুষ হবে। সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এমনই চিন্তা থেকে ‘ব্যর্থ হলো জাদুর আঘাত’ লেখার প্রচেষ্টা।
নবী-রাসূলের জীবনকাহিনি অবলম্বনে আসাদ বিন হাফিজ রচিত ‘ছোটদের মজার গল্প-১’। সহজ ভাষায় শিশুপ্রিয় চমৎকার এই গল্পগুলো গড়ে তুলবে একটি শিশুর ভবিষ্যৎ জীবন, যার শিক্ষা থেকে দেবে সুন্দর মন ও মানস। ভালো মানুষ হিসেবে শিশুদের আলোকিত করতে এবং অনুপ্রেরণা জোগাতে বইয়ের চিরন্তন শিক্ষা কাজে দেবে।
লেখক ১৯৭৭ সালে পবিত্র হজ্বব্রত সম্পাদন করেন। হজ্ব করে ফিরে আসার পর মক্কা, মদীনা ও জেদ্দার পটভূমিতে হজ্ব, তাওয়াফ ও অন্যান্য বিবরণসহ নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপকরণ নিয়ে এ গ্রন্থটি রচনা করেন। মক্কা, মদীনায় অবস্থানকালে লেখকের ছোটবোন পুত্র মালিক মুরাদ হোসেন দীপের দৃষ্টিভঙ্গিতে উপন্যাসের আমেজে ‘স্বপ্নের দেশ নবীর দেশ’ ভ্রমণকাহিনি পাঠকের সামনে তুলে ধরেছেন।
Reviews
There are no reviews yet.