গল্প শুধু গল্প নয়, নিছক কোনো কল্পনা নয়, অলীক কোনো ভাবনা নয়; গল্প ইতিহাস হয়ে ওঠে যখন গল্পের পাটাতন নির্মাণ হয় ইতিহাসের পরম্পরায় ঘটনার প্রেক্ষিতে। জুলাই বিপ্লব ২০২৪ এমনই একটি নবতর গল্পের পাটাতন; যা বাংলাদেশের ইতিহাসের অনিবার্য অনুষঙ্গ। স্বাধীন বাংলাদেশে আরেক স্বাধীনতার ভিত্তিভূমি। অকল্পনীয় এক ইতিহাসের ভয়ংকর অভিযাত্রার স্বপ্নসারথী । বাংলাদেশের ১৮ কোটি আপামর জনতার মাত্র ৩৬ দিনের টানা আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের প্রায় ১৭ বৎসরের দানবীয় শক্তির অবসান, এ যেন স্বপ্নের চেয়েও বেশি। কত দিনের কত আকাঙ্ক্ষা, দীর্ঘ দিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন। যার অগ্রসেনানী ছাত্র-জনতা আর কোমলমতি শিশু-কিশোররা। এ বিপ্লবের সুফলকে সম্ভাবনাময় করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা ছিলো ফ্যাসিবাদ বিরোধী সাহিত্য-সংস্কৃতিকর্মীদের। যার প্রেক্ষিতে নির্মাণ করেছেন তারা বিপ্লবী গান, কবিতা, গল্প, স্লোগান, গ্র্যাফিতি ইত্যাদি। শিল্প-সাহিত্যে তৈরি হয়েছে নতুন নতুন বয়ান ।
‘লাল জুলাইয়ের গল্প' গ্রন্থে রচিত গল্পগুলোতে জুলাই বিপ্লবের ইতিহাস ফুটে ওঠেছে। জুলাই বিপ্লবের নানা প্রেক্ষাপট, রক্তাত্ত ইতিহাস ও দুঃস্বপ্নের দিনগুলি গল্পের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এ গ্রন্থের গল্পগুলো নতুন প্রজন্মকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভাবতে শিখাবে। বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ থেকে জুলাই বিপ্লবের ইতিহাসকে ধারণ করে রচিত গ্রল্পগ্রন্থ 'লাল জুলাইয়ের গল্প' প্রকাশিত করতে পেরে আমরা আনন্দিত। আশা করি গ্রন্থটি পাঠক মহলে সমাদৃত হবে।
Reviews
There are no reviews yet.