পারস্য কবি হাকিম নিজামীর কাব্য অবলম্বনে রচিত ‘সাধু-শয়তান’ কাহিনির মূল নাম ‘খায়র অশার’ তথা কল্যাণ ও অনিষ্ট। এই কাহিনির গদ্যরূপটি নেওয়া হয়েছে মেহদী আজার ইয়াজদী রচিত গদ্য কাহিনি থেকে। অত্যধিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ার এসব গল্প-কাহিনির মাধ্যমে মানুষকে সৎ, সত্য ও সুন্দর পথে টেনে আনার প্রয়াস চালিয়ে গেছেন।
শিশু-কিশোররা সমাজের চারপাশের নানা জিনিস সম্পর্কে জানতে চায়। তাদের সেই জানার আগ্রহ অনেকখানি মেটায় শিশুসাহিত্য। এসবের মধ্য দিয়ে সে চেনা-জানা জগৎটাকে নতুন করে বুঝতে শেখে। গল্পের অনেক চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে বেড়ায়। ফলে এসবের এ মধ্য দিয়ে আপন জগৎটাকে সে উপলব্ধি করতে পারে। সেই উপলব্ধি থেকে লেখক প্রতিটি গল্পে চরিত্রকে নির্মাণ করেছেন।
নবী-রাসূলের জীবনকাহিনি অবলম্বনে আসাদ বিন হাফিজ রচিত ‘ছোটদের মজার গল্প-১’। সহজ ভাষায় শিশুপ্রিয় চমৎকার এই গল্পগুলো গড়ে তুলবে একটি শিশুর ভবিষ্যৎ জীবন, যার শিক্ষা থেকে দেবে সুন্দর মন ও মানস। ভালো মানুষ হিসেবে শিশুদের আলোকিত করতে এবং অনুপ্রেরণা জোগাতে বইয়ের চিরন্তন শিক্ষা কাজে দেবে।
আব্দুল মান্নান তালিব রচিত ‘হাতি সেনা কুপোকাত’ যা শিশু-কিশোর মনের ভাবনাকে বিশেষভাবে ইসলামী আদর্শের অনুকুলে পরিচালিত করতে সক্ষম হবে। তিনি গল্পগুলোকে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন, যা পড়ে শিশু-কিশোররা কেবল অনুপ্রাণিতই হবে না; একই সাথে গল্পের নির্যাস গ্রহণ করে নিজেদের জীবন চলার পথে আদর্শিক মান বজায় রাখতে সক্ষম হবে।
‘স্বপ্নের ঠিকানা’ গ্রন্থটি জ্ঞানার্জনের পাশাপাশি ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’-এ প্রত্যয়ে উদ্বুদ্ধ করবে আমাদের তারুণ্যকে, যা তাদের দেবে আলোকিত পথের দিশা। লেখক অনেক স্মৃতিময় ঐতিহাসিক ঘটনার বৃত্ত এঁকে শিক্ষামূলক অজানা কাহিনির আড়ালে এঁকেছেন দেশ ও জাতিকে গড়ার স্বপ্ন। বিবৃত করেছেন নানান জানা অজানা প্রেক্ষাপট।
Reviews
There are no reviews yet.