এ গ্রন্থের মাধ্যমে শিশু-কিশোররা বাংলাদেশের আনাচে-কানাচের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু পাখির নাম শিখতে পারবে, পাশাপাশি ছবির মাধ্যমে তাদের চিনতে ও জানতে পারবে। এ ছাড়াও গানের দেশ, ধানের দেশ ও পাখির দেশের শিশু-কিশোররা পাখি সম্পর্কে জানতে খুবই আগ্রহী হবে।
জাকির আবু জাফরের কিশোর কবিতার বই ‘জোনাকি আগুন’। তাঁর কবিতায় নিজস্ব বোধ-বিশ্বাস, ঐতিহ্য, প্রকৃতি সর্বোপরি দেশপ্রেমের প্রগাঢ় উচ্চারণ ধ্বনিত। কিশোর মনন গঠন, জীবন গঠনে রঙিন স্বপ্ন আঁকা এবং জীবনকে জীবনের সাথে মিলিয়ে দেওয়ার এক অদ্ভুত আকর্ষণে এ গ্রন্থের প্রতিটি কবিতা ঋদ্ধ।
নীল গালিচার স্বপ্ন’ গ্রন্থে কবি মনসুর আজিজ গ্রামীণ সৌন্দর্য আর প্রকৃতির রূপ-লাবণ্য ফুটিয়ে তুলেছেন। কিশোরদের কাছে এ গ্রন্থের আবেদন আরো বেশি হৃদয়গ্রাহী। গ্রামের রূপসৌন্দর্য দেখে দেখে প্রকৃতির সাথে নিবিড়ভাবে কেটে যাওয়া শৈশব-কৈশোরের ছন্দময় গতি লক্ষণীয়। ছেলেবেলার দুরন্তপনার মাঝে প্রকৃতির কাছ থেকে শিক্ষণীয় বিষয়সমূহ এ গ্রন্থে নিহিত।
কবি হাসান আলীম রচিত অলংকারময় চিত্রকল্পে সমৃদ্ধ একটি কিশোর কবিতার বই ‘কিশোর কলি’। তাঁর কবিতায় প্রকৃতি, দেশপ্রেমের পাশাপাশি নতুন করে জীবন গঠনের তাগিদ লক্ষণীয়। নীতি-নৈতিকতা, আদর্শ মনন গঠন আর আগামীর পৃথিবী গড়তে কিশোর মনে ভাবনার দোলা দেবে কবির প্রতিটি পঙক্তিমালা।
Reviews
There are no reviews yet.