‘গল্প হলেও গল্প নয়’ শিশু-কিশোরদের জন্যে লেখা নবীদের কাহিনি। যুগে যুগে আল্লাহ তাঁর পরিকল্পনার আলোকে পৃথিবীতে অসংখ্য নবী-রাসূল পাঠিয়েছেন। আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে তাঁদের অনেক পরীক্ষা দিতে হয়েছে। এ পরীক্ষাগুলো যেমন কঠিন তেমনি শিক্ষণীয় বটে। রাসূলদের জীবনের সত্য ঘটনা নিয়ে লেখা এ গল্পগুলো থেকে আমাদের শিশু-কিশোররা নিশ্চিত আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।
আব্দুল মান্নান তালিব রচিত ‘হাতি সেনা কুপোকাত’ যা শিশু-কিশোর মনের ভাবনাকে বিশেষভাবে ইসলামী আদর্শের অনুকুলে পরিচালিত করতে সক্ষম হবে। তিনি গল্পগুলোকে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন, যা পড়ে শিশু-কিশোররা কেবল অনুপ্রাণিতই হবে না; একই সাথে গল্পের নির্যাস গ্রহণ করে নিজেদের জীবন চলার পথে আদর্শিক মান বজায় রাখতে সক্ষম হবে।
এ গ্রন্থ শিশু-কিশোরদের জন্যে লেখা রাসূলের জীবনের খণ্ড চিত্রের গল্পকথা। রাসূলের জীবনীতে ছড়িয়ে ছিটিয়ে আছে কতই-না সুন্দর সুন্দর সত্য গল্প-কাহিনি। এগুলো যদি গল্পের মতো করে কোমলমতি শিশু-কিশোরদের হাতে তুলে দেয়া যায় তাহলে তারা শিখবে, জানবে এবং মানুষ হবে। সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এমনই চিন্তা থেকে ‘ব্যর্থ হলো জাদুর আঘাত’ লেখার প্রচেষ্টা।
শফীউদ্দীন সরদার রচিত ‘বুড়ির ঘুড়ি’ ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে শিশু-কিশোরের মনে আদর্শ শিক্ষার আভা প্রস্ফুটিত করতে গ্রন্থে প্রয়াস চালিয়েছেন। তিনি রূপকথার আঙ্গিকে প্রতিটি ছোটগল্প লিখলেও পাঠকের চাহিদা উপযোগী ভাষায় ফুটিয়ে তুলেছেন। ‘বুড়ির ঘুড়ি’ শিশু-কিশোর মন আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করি।
Reviews
There are no reviews yet.