সোসাইটির কার্যক্রম
প্রকাশনা
বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ একটি সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান। বাণিজ্যিক উদ্দেশ্যে নয় বরং বই প্রকাশ, বিপণন, দুষ্প্রাপ্য বইসহ শিক্ষা বিস্তারের উপকরণ আমদানি ও বিতরণের মাধ্যমে জাতির মনন ও মেধা বিকাশই হচ্ছে সোসাইটির মূল উদ্দেশ্য ও লক্ষ্য। সুষ্ঠু নীতিমালার আলোকে নতুন বই প্রকাশ করা হয়। সোসাইটির বর্তমান প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭৫টি। বর্তমানে আরো ৩০টি পা-ুলিপি/বই প্রকাশের পরিকল্পনা নেয়া হয়েছে।
সমবায় উন্নয়ন তহবিল
২০১৮-২০১৯ সালে সোসাইটির পক্ষ থেকে সমবায় বিধি ও আইন অনুযায়ী বার্ষিক লভ্যাংশের ৩% হারে সমবায় উন্নয়ন তহবিল-এ ৪,৩৩,৪৭১/- টাকা যথাসময় জমা করা হয়।
সরকারের আয়কর বিভাগে কর
২০১৯-২০২০ সালে প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ৩,৫৫,৭২০/- টাকা এবং ঢাকাস্থ মতিঝিল কার্যালয় থেকে ১২,০৯,৭৭২ টাকা সহ সর্বমোট মোট ১৫,৬৫,৪৯২/- (পনেরো লক্ষ পঁয়ষট্টি হাজার চারশত বিরানব্বই) টাকা আয়কর বিভাগে যথাসময়ে পরিশোধ করা হয়।
এককালীন সাহায্য
সোসাইটির প্রধান কার্যালয় চট্টগ্রাম ৭৭,৫০০/- ও মতিঝিল কার্যালয় ৮৯,০০০/- এর উদ্যোগে স্থানীয় শেয়ারহোল্ডার ও সমস্যাগ্রস্থ কর্মকর্তা, কর্মচারীদের চিকিৎসা, শিক্ষা, কন্যাদায়গ্রস্থসহ বিভিন্ন প্রয়োজনে এককালীন সাহায্য বাবদ সর্বমোট ১,৬৬,৫০০/- টাকা প্রদান করা হয়। বিভিন্ন ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানে সৌজন্য হিসেবে সর্বমোট ২২,০০৫/-টাকার সোসাইটির নিজস্ব প্রকাশিত বই প্রদান করা হয়।
ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান ও পদক প্রবর্তন
শিক্ষাই জাতির মেরুদ-। শিক্ষা বিস্তারের লক্ষ্যে সোসাইটির কর্মকর্তা/কর্মচারী ও শেয়ারহোল্ডাদের সন্তান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান কার্যক্রম চালিয়ে আসছে। ২০১৯-২০২০ সনে সর্বমোট ২,৫০,৫৬৫/- টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। সোসাইটির প্রতিষ্ঠাতা নিয়াজ মোহাম্মদ খান এর নামে দেশের বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিকদের মাঝে পদক প্রবর্তন ও বিতরণের পরিকল্পনা রয়েছে।
বই বিপণন
সোসাইটির প্রকাশিত বিশিষ্ট লেখক, সাহিত্যিক, গবেষক, শিশু-কিশোরদের জন্য রচিত বই বিক্রয়ের উদ্দেশ্যে মার্কেটিং করা হয়। সোসাইটির প্রকাশিত বইসমূহ বিক্রয় প্রতিনিধির মাধ্যমে দেশের বিভাগীয় শহর, জেলা ও থানায় বিভিন্ন লাইব্রেরিতে বিক্রয় করা হয়। বইমেলায় নিয়মিত স্টল দিয়ে বিক্রির ব্যবস্থা নেয়া হয়। বই বিক্রি বৃদ্ধির জন্য জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা ও সাময়িকীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বইয়ের বিজ্ঞাপন প্রচার করা হয়। বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার-সিম্পোজিয়াম-এ বই প্রদর্শনীসহ বিক্রির ব্যবস্থা করা হয়। এছাড়া দরপত্রে অংশগ্রহণের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বই সরবরাহ করা হয়। সোসাইটির প্রকাশিত ৮৬টি বই স্কুল ও কিন্ডারগার্ডেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য করা হয়েছে।
বিভিন্ন বইমেলায় বই প্রদর্শন, মোড়ক উন্মোচন, প্রকাশনা উৎসব ছাড়াও রাজধানী শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বই প্রদর্শনীর আয়োজন করে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই সাথে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও লাইব্রেরিয়ানদের সাথে যোগাযোগের মাধ্যমে বই বিপণনের ব্যবস্থা নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজধানীর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বৎসরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস পালন উপলক্ষে বিশেষ কমিশনে বই ক্রয় করে থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে তাদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে সোসাইটির বই বিপণনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও
বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলা
সোসাইটি প্রতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১লা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী অমর একুশে বইমেলায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। এ ছাড়া মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে সোসাইটির প্রকাশিত ১৩টি নতুন বইয়ের ‘মোড়ক উন্মোচন অনুষ্ঠান’ দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
ঢাকা আন্তর্জাতিক বইমেলা
জাতীয় গ্রন্থকেন্দ্র আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রতিবছর ডিসেম্বর মাসে বইমেলার আয়োজন করে থাকে। আন্তর্জাতিক বইমেলা ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বইমেলায় সোসাইটি নিয়মিত অংশগ্রহণ করে আসছে। মেলায় সোসাইটির স্টলে পাঠক/ ক্রেতাদের আগমন বিগত বছরের তুলনায় বেশি লক্ষ্য করা যায়।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত বইমেলা
সোসাইটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বায়তুল মোকাররম মসজিদ দক্ষিণ চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এবং পবিত্র মাহে রমযান উপলক্ষে সকল বইমেলায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। এ মেলাগুলোতেও দেশের সকল পাঠকের নিকট সোসাইটির প্রকাশিত বই ক্রয়ের আগ্রহ পূর্বের চেয়ে অনেক খানি বৃদ্ধি পেয়েছে।
৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন
৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সমবায় র্যালীতে সোসাইটির প্রধান কার্যালয় চট্টগ্রামের ব্যবস্থাপক জনাব মোঃ রফিক সহ কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
বার্ষিক সাধারণ সভা ২০২০
বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ এর ২০১৮-২০১৯ অর্থ বছরের কার্যক্রম মূল্যায়নের আলোচনাসহ ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সোসাইটির ৪৩তম বার্ষিক সাধারণ সভা ৪ ডিসেম্বর ২০২০ইং তারিখে সোসাইটির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সহ-সভাপতি জনাব আমির হোছাইন।