সাহিত্যে যেমন গ্রন্থকারের আত্ম-প্রকাশ, সমালোচনায়ও তেমনি সমালোচকের আত্মমুক্তি। সমালোচক আত্মমুক্তির মধ্য দিয়ে পাঠককে লেখকের মনের সাথে পরিচয় করিয়ে দেন। ‘অনুবোধ অনুভাবনা’ গ্রন্থটির প্রায় প্রত্যেক প্রবন্ধেই উপরোক্ত সযত্ন প্রয়াস ও আত্মমুক্তির সহজ দৃষ্ট। সহৃদয়তা, রসবোধ ও উদারতা-যা সমালোচকের প্রধান গুণ, তা এই গ্রন্থে সমুপস্থিত। গ্রন্থের ভাষা-সৌকর্য, বর্ণনা-মাধুর্য, মূল্যবান উদ্ধৃতির প্রাচুর্য ও পাঠাগ্রহীদের বাড়তি পাওনা হিসাবে সমাদৃত হবে।
Reviews
There are no reviews yet.