‘সময় ছিল দুপুর’ আবদুল হাই শিকদারের কিশোর কবিতার বই। কবি এ বইয়ের প্রতিটি কবিতায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ষড়্ঋতুর রূপ-লাবণ্য, নতুন জীবনের হাতছানি শিশু-কিশোরদের সামনে অতি আদরীয় করে ফুটিয়ে তুলেছেন। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দ্বীপ্ত চেতনায় উদ্ভাসিত হবে প্রতিটি শিশু-কিশোর।
এ গ্রন্থের মাধ্যমে শিশু-কিশোররা বাংলাদেশের আনাচে-কানাচের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু পাখির নাম শিখতে পারবে, পাশাপাশি ছবির মাধ্যমে তাদের চিনতে ও জানতে পারবে। এ ছাড়াও গানের দেশ, ধানের দেশ ও পাখির দেশের শিশু-কিশোররা পাখি সম্পর্কে জানতে খুবই আগ্রহী হবে।
স্বদেশপ্রেম শুধু বিমূর্ত একটি আদর্শই নয়, এটি স্বদেশকল্যাণের প্রদীপ্ত প্রত্যয়ও বটে। আমরা জানি শিশুরাই আগামীর আশার প্রতীক। শিশুদের সঠিকভাবে গড়ে তোলার উপর অনাগত দিনগুলোর সৌন্দর্য অনেকখানি নির্ভর করে। তাদেরকে সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দায়িত্ব সকলের। আর সে বিবেচনাবোধ থেকে কবি নূরুল হক শিশু-কিশোরদের জন্য দরদ দিয়ে লিখেছেন ‘এ দেশ আমার লাল সবুজে আঁকা’।
Reviews
There are no reviews yet.