স্বদেশপ্রেম শুধু বিমূর্ত একটি আদর্শই নয়, এটি স্বদেশকল্যাণের প্রদীপ্ত প্রত্যয়ও বটে। আমরা জানি শিশুরাই আগামীর আশার প্রতীক। শিশুদের সঠিকভাবে গড়ে তোলার উপর অনাগত দিনগুলোর সৌন্দর্য অনেকখানি নির্ভর করে। তাদেরকে সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার দায়িত্ব সকলের। আর সে বিবেচনাবোধ থেকে কবি নূরুল হক শিশু-কিশোরদের জন্য দরদ দিয়ে লিখেছেন ‘এ দেশ আমার লাল সবুজে আঁকা’।
Reviews
There are no reviews yet.