কবি আল মুজাহিদী ‘নীলিম নীলিমা’ গ্রন্থের মাধ্যমে শিশু-কিশোরদের চোখে পৃথিবীর বর্ণ বিভা মোড়ানো স্বপ্ন বুনে দিতে পারেন। তার প্রতিটি ছড়ার পরতে পরতে সেই আহবান নিহিত। এ গ্রন্থে তার হাতের জাদু স্পর্শ লেগে আছে। এই অসামান্য সংকলনটি ছোটদের হাসি, খুশি, চপলতা, সরলতা, আনন্দের উৎস-আকর। এ যেন শিশুদের হৃদয়ের গলে পড়া ঝরনাধারা।রদের জন্য শিক্ষণীয় করে তুলেছেন।
মাহমুদুল হাসান নিজামী শিল্পের জন্যই শিল্প সৃষ্টি করতে চাননি। প্রকৃতির সব শিল্প সৌন্দর্যকে নানা কৌণিক অবস্থান থেকে দেখতে চেয়েছেন বারবার। কবিতার শিল্পনগরে শৈলীর নির্মোহ ওজন করে দেখতে চান প্রকৃতি ও প্রণয়ের এই কবি। রক্তে তার প্রতিক্ষণ খেলে কাব্যকেলি, সৃষ্টিতে তিনি সৃজন পোকার আসনে আসীন, উপমা কুড়িয়ে তিনি কাব্যশিল্পের কাঁচামাল সংগ্রহ করেন। ‘স্বপ্ন ভরা মজার ছড়া’ বইটি তারই নির্যাস।
নীল গালিচার স্বপ্ন’ গ্রন্থে কবি মনসুর আজিজ গ্রামীণ সৌন্দর্য আর প্রকৃতির রূপ-লাবণ্য ফুটিয়ে তুলেছেন। কিশোরদের কাছে এ গ্রন্থের আবেদন আরো বেশি হৃদয়গ্রাহী। গ্রামের রূপসৌন্দর্য দেখে দেখে প্রকৃতির সাথে নিবিড়ভাবে কেটে যাওয়া শৈশব-কৈশোরের ছন্দময় গতি লক্ষণীয়। ছেলেবেলার দুরন্তপনার মাঝে প্রকৃতির কাছ থেকে শিক্ষণীয় বিষয়সমূহ এ গ্রন্থে নিহিত।
Reviews
There are no reviews yet.