কবি হাসান আলীম রচিত অলংকারময় চিত্রকল্পে সমৃদ্ধ একটি কিশোর কবিতার বই ‘কিশোর কলি’। তাঁর কবিতায় প্রকৃতি, দেশপ্রেমের পাশাপাশি নতুন করে জীবন গঠনের তাগিদ লক্ষণীয়। নীতি-নৈতিকতা, আদর্শ মনন গঠন আর আগামীর পৃথিবী গড়তে কিশোর মনে ভাবনার দোলা দেবে কবির প্রতিটি পঙক্তিমালা।
কবি আল মুজাহিদী ‘নীলিম নীলিমা’ গ্রন্থের মাধ্যমে শিশু-কিশোরদের চোখে পৃথিবীর বর্ণ বিভা মোড়ানো স্বপ্ন বুনে দিতে পারেন। তার প্রতিটি ছড়ার পরতে পরতে সেই আহবান নিহিত। এ গ্রন্থে তার হাতের জাদু স্পর্শ লেগে আছে। এই অসামান্য সংকলনটি ছোটদের হাসি, খুশি, চপলতা, সরলতা, আনন্দের উৎস-আকর। এ যেন শিশুদের হৃদয়ের গলে পড়া ঝরনাধারা।রদের জন্য শিক্ষণীয় করে তুলেছেন।
এ গ্রন্থের মাধ্যমে শিশু-কিশোররা বাংলাদেশের আনাচে-কানাচের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু পাখির নাম শিখতে পারবে, পাশাপাশি ছবির মাধ্যমে তাদের চিনতে ও জানতে পারবে। এ ছাড়াও গানের দেশ, ধানের দেশ ও পাখির দেশের শিশু-কিশোররা পাখি সম্পর্কে জানতে খুবই আগ্রহী হবে।
Reviews
There are no reviews yet.