জাকির আবু জাফরের কিশোর কবিতার বই ‘জোনাকি আগুন’। তাঁর কবিতায় নিজস্ব বোধ-বিশ্বাস, ঐতিহ্য, প্রকৃতি সর্বোপরি দেশপ্রেমের প্রগাঢ় উচ্চারণ ধ্বনিত। কিশোর মনন গঠন, জীবন গঠনে রঙিন স্বপ্ন আঁকা এবং জীবনকে জীবনের সাথে মিলিয়ে দেওয়ার এক অদ্ভুত আকর্ষণে এ গ্রন্থের প্রতিটি কবিতা ঋদ্ধ।
হরফ দিয়েই ভাষার শুরু। যারা ভাষা লিখতে ও পড়তে শিখবে হরফ তাদের জন্য। যত সহজ, সুরেলা, বৈচিত্র্যময় হবে ততই তাদের ভাষা শেখার আগ্রহ হবে স্বাভাবিক। ফলে অল্প দিনে তারা ভাষা আয়ত্ত করতে পারবে। এই উপলব্ধি থেকে বাংলা হরফকে মুক্ত করার জন্য ফররুখ আহমদ ‘হরফের ছড়া’ লিখে একটি বুনিয়াদি কাজ করেছেন।
কবি আল মুজাহিদী ‘নীলিম নীলিমা’ গ্রন্থের মাধ্যমে শিশু-কিশোরদের চোখে পৃথিবীর বর্ণ বিভা মোড়ানো স্বপ্ন বুনে দিতে পারেন। তার প্রতিটি ছড়ার পরতে পরতে সেই আহবান নিহিত। এ গ্রন্থে তার হাতের জাদু স্পর্শ লেগে আছে। এই অসামান্য সংকলনটি ছোটদের হাসি, খুশি, চপলতা, সরলতা, আনন্দের উৎস-আকর। এ যেন শিশুদের হৃদয়ের গলে পড়া ঝরনাধারা।রদের জন্য শিক্ষণীয় করে তুলেছেন।
এ গ্রন্থের মাধ্যমে শিশু-কিশোররা বাংলাদেশের আনাচে-কানাচের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু পাখির নাম শিখতে পারবে, পাশাপাশি ছবির মাধ্যমে তাদের চিনতে ও জানতে পারবে। এ ছাড়াও গানের দেশ, ধানের দেশ ও পাখির দেশের শিশু-কিশোররা পাখি সম্পর্কে জানতে খুবই আগ্রহী হবে।
Reviews
There are no reviews yet.