‘ওরাও মানুষ’ নাসির হেলাল-এর লেখা শিশুতোষ নাটক। নাটক এমন একটা আন্দোলন, যার মাধ্যমে আমরা আগামী দিনের এই মানুষগুলোকে সুন্দর করে গড়ে তুলতে সক্ষম। নাটকের মাধ্যমে শিশু-কিশোরদেরকে সামাজিকভাবে সচেতন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার লক্ষ্যে লেখকের এ ক্ষুদ্র প্রয়াস।
শিশু-কিশোররা সমাজের চারপাশের নানা জিনিস সম্পর্কে জানতে চায়। তাদের সেই জানার আগ্রহ অনেকখানি মেটায় শিশুসাহিত্য। এসবের মধ্য দিয়ে সে চেনা-জানা জগৎটাকে নতুন করে বুঝতে শেখে। গল্পের অনেক চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে বেড়ায়। ফলে এসবের এ মধ্য দিয়ে আপন জগৎটাকে সে উপলব্ধি করতে পারে। সেই উপলব্ধি থেকে লেখক প্রতিটি গল্পে চরিত্রকে নির্মাণ করেছেন।
‘পশু-পাখীর গল্প-১’ নামক গ্রন্থটিতে দশটি গল্প স্থান দিয়েছি। গল্পগুলো সমৃদ্ধ ফার্সি সাহিত্য থেকে নেওয়া হয়েছে। এগুলো অত্যন্ত আকর্ষণীয় ও শিক্ষণীয় করে কিশোর-কিশোরীদের জন্য বাছাই ও ভাষান্তর করা হয়েছে। ‘পারস্য প্রতিভা’ বলে জগৎখ্যাত লেখকরা শিশু-কিশোরদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্যেই এসব গল্প রচনা করেছিলেন।
সাজজাদ হোসাইন খান রচিত ‘সোনালী শাহজাদা’ বইটি শিশু-কিশোরদের উপযোগী একটি জীবনালেখ্য সংকলন বই। তিনি তাঁর কুশলী কলমে আকর্ষণীয় ভাষায় গল্পের আঙ্গিকে কতিপয় মহান ব্যক্তির কিছু কিছু শিক্ষামূলক ঘটনা ফুটিয়ে তুলেছেন। মহান ব্যক্তিদের জীবনের অনন্য ঘটনা শিশু-কিশোরদের কাছে আবেদন সৃষ্টিতে সক্ষম।
নবী-রাসূলের জীবনকাহিনি অবলম্বনে আসাদ বিন হাফিজ রচিত ‘ছোটদের মজার গল্প-১’। সহজ ভাষায় শিশুপ্রিয় চমৎকার এই গল্পগুলো গড়ে তুলবে একটি শিশুর ভবিষ্যৎ জীবন, যার শিক্ষা থেকে দেবে সুন্দর মন ও মানস। ভালো মানুষ হিসেবে শিশুদের আলোকিত করতে এবং অনুপ্রেরণা জোগাতে বইয়ের চিরন্তন শিক্ষা কাজে দেবে।
এ গ্রন্থ শিশু-কিশোরদের জন্যে লেখা রাসূলের জীবনের খণ্ড চিত্রের গল্পকথা। রাসূলের জীবনীতে ছড়িয়ে ছিটিয়ে আছে কতই-না সুন্দর সুন্দর সত্য গল্প-কাহিনি। এগুলো যদি গল্পের মতো করে কোমলমতি শিশু-কিশোরদের হাতে তুলে দেয়া যায় তাহলে তারা শিখবে, জানবে এবং মানুষ হবে। সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এমনই চিন্তা থেকে ‘ব্যর্থ হলো জাদুর আঘাত’ লেখার প্রচেষ্টা।
Reviews
There are no reviews yet.