বাংলা সাহিত্যের দুই দিকপাল নজরুল-রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এখন বইছে প্রচন্ড বৈরী বাতাস। এই বিষাক্ত বৈরী বাতাসে জাতীয় ঐক্য বিনষ্ট হচ্ছে। জনমনে রয়েছে নানা বিভ্রান্তি। জাতির বিভ্রান্তি নিরসনে এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক হাওয়া রুখে দাঁড়ানোর তাড়না থেকে এ গ্রন্থের অবতারণা।
বর্তমানে ফোরকানিয়া মাকতাব স্তরে ‘আধুনিক ফোরকানিয়া মা’কতাব শিক্ষা’ একটি গুরুত্বপূর্ণ বই। পূর্বে ফোরকানিয়া মা’কতাবে নির্ধারিত পাঠ্যপুস্তক ছিল না এবং পাঠ্যদানের সময়সীমাও নির্ধারিত ছিল না। বর্তমানে দুই বছরের মধ্যে পবিত্র কুরআন শিক্ষার সাথে সাথে শিশুরা প্রাক-প্রাথমিক শিক্ষাও একই সাথে সম্পন্ন করছে। ফলে আধুনিক ফোরকানিয়া মা’কতাব শিক্ষার মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
‘আগুন ঝরার দিন’ শিশু-কিশোর গল্পগ্রন্থ। বিভিন্ন দেশে যুদ্ধভিক্তিক শিশু-কিশোরদের কাহিনি অবলম্বনে রচিত ৫টি গল্প দিয়ে এই বইটি সাজিয়েছেন। সত্য ঘটনার ওপর ভিত্তি করে গল্পের কাহিনিগুলো গড়ে উঠেছে। গল্পের প্রধান প্রধান চরিত্র এবং ঘটনাস্থলও বাস্তবানুগ। তবে গল্পের সঙ্গে সংগতি রেখে কিছু চরিত্র সৃজন ও কাহিনি বিন্যাস করা হয়েছে।
Reviews
There are no reviews yet.