শিশু-কিশোর জীবনী
ইসলামের প্রথম মুয়াযযিন হযরত বিলাল রা.-হেলেনা খান
হযরত বিলাল (রা.)-এর জীবনালম্বনে রচিত এ গ্রন্থ ইসলাম ধর্মের একটি অত্যুজ্জ্বল দিক, যা ধনী-দরিদ্রনির্বিশেষে মানুষকে সমুন্নত মর্যাদা প্রদান করার একটি প্রকৃষ্ট উদাহরণ। একজন ক্রীতদাসকে ইসলামের প্রথম মুয়াযযিন হিসেবে সম্মানের উচ্চ শিখরে তুলে ধরা হয়েছিল, তাঁর সুদৃঢ় ঈমান ও মহৎ গুণাবলির জন্য। লেখক হযরত বিলাল (রা.)-এর উজ্জ্বল এই জীবনীটি লিখে আমাদের সামনে ইসলামের ঔদার্য্ মহানুভবতা ও মাহাত্ম্য তুলে ধরার প্রয়াস চালিয়েছেন।
এক হাতে যদি চাদ এনে দেও-শহীদ সিরাজী
লেখক শহীদ সিরাজী আল্লাহর রাসূলের জীবনের খণ্ড চিত্রের গল্পকথা নিয়ে সুন্দর সুন্দর গল্প তৈরি করে উপস্থাপন করেছেন। যা আজকের সমাজের অবক্ষয় আক্রান্ত শিশু-কিশোরেরা নিজেদেরকে নৈতিক মানে বলীয়ান হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে তাদের মনে ও প্রাণে। এমনই চিন্তা থেকেই ‘এক হাতে যদি চাঁদ এনে দাও’ রচনা করেছেন।
ছোটদের মহানবী (সা.)- এ. জেড. এম. শামসুল আলম
মহানবী (সা.)-এর জীবনের যে বিষয়গুলো শিশু-কিশোরদের কাছে আকর্ষণীয় হবে এবং যে ঘটনাগুলোর গল্প বড়দের মুখে শিশুরা শুনতে ভালোবাসবে এ ধরনের উনিশটি ঘটনার গাল্পিকরূপ হলো ‘ছোটদের মহানবী (সা.)’। বোঝার মতো স্তরের না হলে ধর্ম ও নীতি কথায়ও শিশুদের আকর্ষিত করে না। সেই উপলব্ধি থেকেই গ্রন্থের সূচনা।
নুর নবী এয়াকুব আলী
নূরনবী’ গ্রন্থটি হযরত মুহাম্মদ (সা.)-এর কিশোর পাঠ্য জীবনী। শিশু-কিশোরদের উপযোগী জীবনকথার রচনা এই বইটিতে প্রকাশ পেয়েছে। মহানবীকে একজন নিখুঁত মানুষ হিসেবে কল্পনা করে অর্থাৎ শিশু-কিশোরদের মধ্যে ঠিক ঐ রকম মহৎ মানুষ হবার স্বপ্ন জাগিয়ে দিয়ে এয়াকুব আলী চৌধুরী রচনা করেছেন ‘নূরনবী’ গ্রন্থটি। এতে যেকোনো শিশু-কিশোরকে মহানবীর আদর্শে গড়ে উঠতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে।
বড় মানুষের গল্প-শরীফ আব্দুল গোফরান
যুগে যুগে প্রদীপ্ত সূর্যের আলোকচ্ছটা নিয়ে আবির্ভাব ঘটে বহু মহামনীষীর। যাঁরা জীবনপাত করে জাতিকে জাগরণের জন্য সভ্যতা সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে গেছেন। এমন কয়েকজন মনীষীর জীবন ও অবদানের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে লেখক গ্রন্থটি রচনা করেছেন। এ গ্রন্থে রচিত জ্যোতিময় জীবনের শিক্ষণীয় ঘটনাবলি আমাদের সন্তানদের জীবনচলার পথকে সহজতর করবে।
মহানবী ও শিশু এ.জেড.এম.শামসুল আলম
মহানবী (সা.) শিশু-প্রীতি সম্বন্ধে বিভিন্ন রেওয়াতে বিচ্ছিন্নভাবে বহু কাহিনি লিপিবদ্ধ আছে। শিশুদেরকে তিনি কত গভীরভাবে ভালোবাসতেন এবং কী দৃষ্টিতে দেখতেন সেসব কাহিনি থেকে কিছু ঘটনা ‘মহানবী ও শিশু’ শীর্ষক পুস্তকটিতে চিত্রিত হয়েছে। গ্রন্থটি পড়লে শিশুদের প্রতি রাসূলুল্লাহ (সা.)-এর স্নেহ, ভালোবাসা আর গভীর প্রীতির সবিস্তারিত জানা যাবে।
শিশুদের প্রতি রাসূল সা. এর ভালোবাসা-আহসান হাবিব বুলবুল
শিশু-কিশোরেরা রাসূল (সা.)-এর সর্বাত্মক স্নেহ ও সুবিবেচনার অংশীদার ছিল। হাদিসে বর্ণিত শিশুদের প্রতি রাসূল (সা.)-এর অবারিত অফুরন্ত ভালোবাসার আমরা কথা জানতে পারি। এই পুস্তকে হাদিসের যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে, তা হাদিসের অনুবাদ নয়। হাদিসের শিক্ষাকে গল্পের আকারে বর্ণনার চেষ্টা করা হয়েছে।
সোনালী দিনের সোনার মানুষ-মাহবুবুল হক
প্রথম প্রকাশকাল : সর্বশেষ প্রকাশ : মূল্য :৩০০ পৃষ্ঠা : ১৪০