নাটিকা
জ্ঞানী রাজা সুলাইমান-ড.কামরুল হাসান
বিখ্যাত মিশরীয় নাট্যকার তাওফীক আল-হাকীম আরবি নাট্যজগতের এক কিংবদন্তী। বিশ্বসাহিত্যে তাঁর অবদান অবিস্মরণীয়। আধুনিক আরবি নাট্য সাহিত্যের অন্যতম পথিকৃত তাওফীক আল-হাকীম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আরবী সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি অনন্য সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। ইতোমধ্যে বাংলা ভাষায় তাঁর ডজনের অধিক নাটক অনূদিত হয়েছে। বাংলাদেশে তাঁর একাধিক নাটক মঞ্চস্থও হয়েছে। প্রফেসর ড. কামরুল হাসান অনূদিত 'জ্ঞানী রাজা সুলাইমান' নাটকটিও মঞ্চস্থ হবার দাবি রাখে। পশ্চিমারা সলোমন বলে যাকে চিনে সেই জ্ঞানী রাজা ও নবি সুলাইমানকে সমাজে পরিচিত করতে এ নাটকের অবদান হতে পারে অবিস্মরণীয়।
দেশপ্রেম- শফীউদ্দীন সরদার
ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে রচিত শফীউদ্দীন সরদার রচিত নাটক ‘দেশপ্রেম’। তাঁর রচনাসম্ভারের সবই রচিত হয়েছে ইতিহাস-ঐতিহ্য আর আমাদের দেশ মাতৃকার শেকড় সন্ধানের ভিত্তিতে। একটি আকর্ষণীয় মঞ্চ নাটকে তিনি কীভাবে দেশপ্রেমের পাশাপাশি বিশ্বাসী চেতনার অনুরণন ঘটিয়েছেন, তা ফুটে উঠেছে এই নাটকের সংলাপের পরতে পরতে।
বুদ্ধির বাহাদুরী- হেলেনা খান
রূপকথার আমেজে উপস্থাপিত ‘বুদ্ধির বাহাদুরী’ নাটিকাটিতে লেখক একটি গ্রাম্য কিশোরের বুদ্ধিদীপ্তির পরিচয় ও প্রকরণ বিশ্লেষণ করেছেন হাস্য-রসাত্মক সংলাপের মাধ্যমে। সমাজে অনেকেই আছেন, যারা ছোটদেরকে নির্বোধ মনে করে তাদের সাথে প্রতারণা করে পরে নিজেরাই কীভাবে হেনস্তা হন, এমনই চমৎকার আলেখ্য চিত্রিত হয়েছে এই নাটিকায়।