‘সময় ছিল দুপুর’ আবদুল হাই শিকদারের কিশোর কবিতার বই। কবি এ বইয়ের প্রতিটি কবিতায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ষড়্ঋতুর রূপ-লাবণ্য, নতুন জীবনের হাতছানি শিশু-কিশোরদের সামনে অতি আদরীয় করে ফুটিয়ে তুলেছেন। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দ্বীপ্ত চেতনায় উদ্ভাসিত হবে প্রতিটি শিশু-কিশোর।
কবি হাসান আলীম রচিত অলংকারময় চিত্রকল্পে সমৃদ্ধ একটি কিশোর কবিতার বই ‘কিশোর কলি’। তাঁর কবিতায় প্রকৃতি, দেশপ্রেমের পাশাপাশি নতুন করে জীবন গঠনের তাগিদ লক্ষণীয়। নীতি-নৈতিকতা, আদর্শ মনন গঠন আর আগামীর পৃথিবী গড়তে কিশোর মনে ভাবনার দোলা দেবে কবির প্রতিটি পঙক্তিমালা।
এ গ্রন্থের মাধ্যমে শিশু-কিশোররা বাংলাদেশের আনাচে-কানাচের ছড়িয়ে-ছিটিয়ে থাকা বেশ কিছু পাখির নাম শিখতে পারবে, পাশাপাশি ছবির মাধ্যমে তাদের চিনতে ও জানতে পারবে। এ ছাড়াও গানের দেশ, ধানের দেশ ও পাখির দেশের শিশু-কিশোররা পাখি সম্পর্কে জানতে খুবই আগ্রহী হবে।
ফররুখ আহমদের সৃষ্টিসম্ভার বাংলা সাহিত্যকে আরো বৈচিত্র্যময় ও সমৃদ্ধ করে তোলে। বাংলা সাহিত্যে তাঁর রচনা বহুমাত্রিকতায় সুবিন্যস্ত। তাঁর রচনাবলির বৃহদাংশ এখনো অগ্রন্থিত। তাঁর অনেক রচনা এখনো লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। এই অনুভব থেকেই ‘শ্রেষ্ঠ ফররুখ’ গ্রন্থের পথচলা। এতে ফররুখ আহমদের এমন সব রচনা অন্তর্ভুক্ত হয়েছে, যা সম্পাদকের বিবেচনায় তাঁর সৃষ্টিসম্ভারের সবচেয়ে অনিন্দ্য ফসল।
হরফ দিয়েই ভাষার শুরু। যারা ভাষা লিখতে ও পড়তে শিখবে হরফ তাদের জন্য। যত সহজ, সুরেলা, বৈচিত্র্যময় হবে ততই তাদের ভাষা শেখার আগ্রহ হবে স্বাভাবিক। ফলে অল্প দিনে তারা ভাষা আয়ত্ত করতে পারবে। এই উপলব্ধি থেকে বাংলা হরফকে মুক্ত করার জন্য ফররুখ আহমদ ‘হরফের ছড়া’ লিখে একটি বুনিয়াদি কাজ করেছেন।
Reviews
There are no reviews yet.