শফীউদ্দীন সরদার রচিত ‘বুড়ির ঘুড়ি’ ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে শিশু-কিশোরের মনে আদর্শ শিক্ষার আভা প্রস্ফুটিত করতে গ্রন্থে প্রয়াস চালিয়েছেন। তিনি রূপকথার আঙ্গিকে প্রতিটি ছোটগল্প লিখলেও পাঠকের চাহিদা উপযোগী ভাষায় ফুটিয়ে তুলেছেন। ‘বুড়ির ঘুড়ি’ শিশু-কিশোর মন আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করি।
মানুষের চলার পথেয় আল কুরআন। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে অত্যন্ত সুদৃঢ় ও সুনিপুণভাবে সেতুবন্ধন করে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা নিষ্পাপ। তাদের জানা-বোঝা ও শেখার ক্ষেত্রে রয়েছে সীমাবদ্ধতা। কুরআনের কাহিনিগুলো তাদের সামনে গল্পের ছলে তুলে ধরা আমাদের দায়িত্ব। সে দায়বোধ থেকেই ‘আল কুরআনের গল্প’ বইয়ের অবতারণা।
কার্টুনবিষয়ক বই শিশুদের দারুণ প্রিয়। কার্টুন বইয়ের মাধ্যমে শিশুদের কাছে শিক্ষণীয় বিষয়সহ আমাদের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় দর্শন প্রভৃতি তুলে ধরতে পারি অনায়াসেই। এই উপলব্ধি থেকে প্রখ্যাত লেখক, ইতিহাসবিদ ও নাট্য ব্যক্তিত্ব আসকার ইবনে শাইখ রচিত ‘দেওয়ানা মদিনা’। এই বইটি রচিত হয়েছে মূলত আমাদের জনপ্রিয় লোকগাঁথা-ভিত্তিক ‘আলাল-দুলাল’ কাহিনিটি নিয়ে।
Reviews
There are no reviews yet.