গ্রন্থে কুরআন ও হাদীসে বর্ণিত আল্লাহর নিয়ামাতের বিভিন্ন উৎস নিয়ে আলোচনা এবং এ থেকে ফজিলত লাভের প্রমাণভিত্তিক আলোচনা স্থান পেয়েছে। কুরআনের মর্ম উপলব্ধি এবং জান্নাতমুখী পথচলায় এবং জাহান্নামের পথ পরিহারের ক্ষেত্রে গ্রন্থটি নির্ভরযোগ্য গাইড হিসেবে বিবেচিত হবে এবং দুনিয়ার শান্তি ও আখেরাতের চিরস্থায়ী কল্যাণপ্রত্যাশী পাঠককে কুরআন ও হাদীসচর্চায় অধিকতর উৎসাহিত করবে।
দেশের ধর্মপ্রাণ মুসলিমদের হাতে রোযার বিধান এবং প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল তুলে দেওয়ার প্রত্যাশা নিয়েই এ গ্রন্থের ক্ষুদ্র আয়োজন। মুমিন জীবনের আত্মশুদ্ধির জন্য রোযার গুরুত্ব, ফজিলত এবং বাস্তব জীবনে রোযা পালনের নিয়মকানুন ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
দেশের ধর্মপ্রাণ মুসলিমদের হাতে রোযার বিধান এবং প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল তুলে দেওয়ার প্রত্যাশা নিয়েই এ গ্রন্থের ক্ষুদ্র আয়োজন। মুমিন জীবনের আত্মশুদ্ধির জন্য রোযার গুরুত্ব, ফজিলত এবং বাস্তব জীবনে রোযা পালনের নিয়মকানুন ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
সত্ত্বাগতভাবে আল্লাহ তায়ালা একক ও অদ্বিতীয়। সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে আল্লাহর সত্তার সাদৃশ্য নেই। আল্লাহ তায়ালা বিদ্যমান রয়েছেন, কিন্তু মানুষের মতো তাঁর দেহ নেই। তাঁর অবস্থা মানুষের চিন্তা ও বোধগম্যের ঊর্ধ্বে। গ্রন্থে আল্লাহর পরিচয়, সৃষ্টিকর্ম, ক্ষমতা ইত্যাদি বিষয়সমূহ অত্যন্ত সুচিন্তিতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।
মৃত্যুর আগে পরে’ গ্রন্থে মানবজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। আল্লাহর সাথে সুনির্দিষ্ট অঙ্গীকারের ভিত্তিতে মানুষ পৃথিবীতে আসে তাঁর ইবাদত ও খেলাফতের দায়িত্বপালনের উদ্দেশ্যে। কিয়ামতে দুনিয়ার জীবনের কর্মকান্ডে চুড়ান্ত হিসাব শেষে সে চিরস্থায়ী সুখের আবাসগৃহ জান্নাতে অথবা অন্তহীন দুঃখের আবাস জাহান্নামে যাবে। এ গ্রন্থে সেই বিষয়সমূহের ইঙ্গিত রয়েছে।
মানুষের অতি মূল্যবান সম্পদ হলো চরিত্র। চরিত্র সংশোধনে উদ্যোক্তার অভাব। লেখক এ গ্রন্থে চরিত্র গঠনের জন্য সমাজের ভ‚মিকা কীভাবে কার্যকর করা প্রয়োজন তা তুলে ধরার চেষ্টা করেছেন। কুরআন, হাদীস ও নামাজের মাধ্যমে চরিত্র গঠনের জন্য চমৎকার উপকরণ এ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন।
হাদীস আল কুরআনেরই ব্যাখ্যা-বিশ্লেষণ, আল কুরআনের সংক্ষিপ্ত মৌল নির্দেশনাগুলোর বিস্তারিত প্রায়োগিক রূপ। কুরআন হলো নীতিনির্ধারক, আর হাদীস হলো এর সঠিক বাস্তবায়নের পন্থা। হাদীস ব্যতীত ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। এ গ্রন্থে হাদীসের পরিভাষা, প্রকারভেদ, গুরুত্ব ও প্রয়োজনীয়তা, শর্তাবলিসহ বিশদ বর্ণনা ফুটে উঠেছে।
Reviews
There are no reviews yet.