গল্পগুলোতে জীবনের নানাভঙ্গিমা আছে, আছে নানান ব্যঞ্জনা। হতাশার সমুদ্রে ডুবতে ডুবতে নীল আসমানের নবচন্দ্রের হাতছানিও এঁকেছেন। প্রতিটি লেখার মধ্যে জীবনের লক্ষ্য, সুর ও লাবণ্যকে স্পর্শ করা যায়। জীবনে বাস্তবতার মাঝে কাম, ক্রোধ, লোভ, মোহের ছায়াপাত আছে। আবার আলোকে অন্ধকারে নিয়ে যাননি।
অবিভক্ত বাংলার অবিসাংবাদিত নেতা আবুল কাশেম ফজলুল হক যিনি শেরে বাংলা এ কে ফজলুল হক নামেই পরিচিত। ছোটবেলা থেকেই তিনি অসামান্য মেধাবী ছিলেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার জন্য ছিলেন সুপরিচিত। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র। তিনি ছিলেন পূর্ব পাকিস্থানের মুখ্যমন্ত্রী, পাকিস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্থানের গভর্নর। তিনি সর্বভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। আপোষহীন ন্যায়নীতি, অসামান্য বাকপটুতা আর সাহসীকতার কারণে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন শেরে বাংলা (বাংলার বাঘ) নামে। সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি গ্রাম বাংলা মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি নিজের জীবনের মূল্যবান সময় উৎসর্গ করেছিলেন।
মাখরাজ খান অনূদিত বিভিন্ন দেশের ১১টি বিখ্যাত ছোটগল্পের সন্নিবেশ ‘ভিনদেশি গল্প’। বিশ্বসাহিত্যের সাথে পাঠকের যোগসূত্র স্থাপনে ও বিভিন্ন দেশের জীবনবোধের সাথে পরিচিত করতে ‘ভিনদেশি গল্প’ পাঠকদের তৃপ্তি দেবে। প্রতিটি গল্পের অনুবাদ সরস, শিল্পমন্ডিত ও মুন্সিয়ানার ছাপ দৃশ্যমান।
অমর কথাসাহিত্যিক শাহেদ আলীর অনবদ্য সব গল্পের সংকলন ‘শ্রেষ্ঠ গল্প। শাহেদ আলীর গল্প আমাদের সমাজ ও বাস্তব জীবনের উপলব্ধির ব্যাপকতা ও বৈচিত্র্যে বাংলা সাহিত্যে অতুলনীয় এবং আন্তর্জাতিক মানের লক্ষণ-চিহ্নিত। জীবনরসিক এই শিল্পীর জীবনে বহিরঙ্গ যে অন্তর্গত সত্যের দীপ্তিতে ও রহস্যে উদ্ভাসিত সেই দীপ্তি ও রহস্যের সন্ধানী তাঁর একেকটি গল্প।
Reviews
There are no reviews yet.